ঢাকা, রবিবার, ১২ মে, ২০২৪

বাইডেনকে ‘ভণ্ড’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা ট্রাম্পের

মার্কিন নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সমালোচনা করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ভোটের ঠিক আগমুহূর্তেও টুইটারে ক্রমাগতভাবে সমালোচনা করে চলেছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকালে তিনি টুইটারে বাইডেনকে ‘স্লিপি’ আখ্যা দিয়ে লিখেছেন, ‘বাইডেনকে ভোট দেওয়া হলে ভোট দেওয়া হবে সম্পদশালী ভণ্ড উদারপন্থীদের।’


ট্রাম্প লিখেছেন, ‘বাইডেন জিতলে সরকারের নিয়ন্ত্রণ চলে যাবে বিশ্ববাদী, কমিউনিস্ট, সোশ্যালিস্টদের হাতে। যারা আপনাদের নীরব করে দিতে চায়, নিয়ন্ত্রণ আরোপ করতে চায়, বাতিল করে দিতে চায় এবং শাস্তি দিতে চায়। বেরিয়ে আসুন এবং আগামীকাল ভোট দিন।’


ট্রাম্প আরও লিখেছেন, বাইডেন যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাস শিল্প ধ্বংস করতে চায়। খনিজ উত্তোলন বন্ধ করতে চায়। যতক্ষণ আমি প্রেসিডেন্ট আছি আমরা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান তেল ও গ্যাস উৎপাদক থাকব। জ্বালানি খাতেও আমরা স্বাধীন থাকব।

ads

Our Facebook Page